ফরিদগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
- আপডেট সময় : ০২:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদল, সেচ্ছাসেবকদল এবং ছাত্র দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা চত্বরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম নজু ও মাসুদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক জিএস মামুন হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর সেচ্ছসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজুরুল ইসলাম।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাওন চৌধুরী, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, যুগ্ম-সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক ফখরুল পাঠান। পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী এবং ফরিদগঞ্জ উপজেলা ও পৌরযুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।