ফরিদগঞ্জে অবরোধের সমর্থন ও তফসিল ঘোষণার বিরুদ্ধে উপজেলা যুবদলের মিছিল ও অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০২:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে অবরোধের সমর্থনে এবং তফসিল ঘোষণার বিরুদ্ধে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ ই নভেম্বর) সকালে চাঁদপুর – লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের কামিন ডাক্তার ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন পাঠান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে তফসিল ঘোষণার বিরুদ্ধে মিছিল ও সড়ক অবরোধ করেন।
মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খান, রুবেল গাজী (ভাগিনা রুবেল), উপজেলা বিএনপি নেতা সফু, ফরিদগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সোহাগ পাটওয়ারী, যুবদল নেতা আল আমিন, সবুজ, মনির হোসেন রুবেল, সুমন, জুয়েল, দীপু, সাইফুল, জামাল হোসেনসহ প্রমুখ।
এসময় মিছিলে ১৫ই নভেম্বর ঘোষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিরুদ্ধে স্লোগান তোলে নেতাকর্মীরা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এবং অবরোধ সফল করতে মিছিল ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা যুবদলের নেতাকর্মীরা।