‘স্বপ্নের ফরিদগঞ্জ’ সামাজিক সংগঠনের অর্থ অনুমোদন কমিটি গঠন

- আপডেট সময় : ০৭:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সদ্য আত্মঃপ্রকাশ করা মানবিক ও সামাজিক সংগঠন ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ এর অর্থ অনুমোদন কমিটি গঠন করা হয়েছে।
অর্থ অনুমোদন কমিটির সদস্যরা হলেনস মন্বয়ক – তাহসিন মিলন, সহ-সমন্বয়ক – রায়হান রনি, সাইদুর রহমান শাকিল, মোজাম্মেল হোসেন রিয়াজ এবং নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক।
সংগঠনটির সদ্য গঠিত অর্থ অনুমোদন কমিটির সমন্বয়ক তাহসিন মিলন এই প্রতিবেদকে জানান, সমাজসেবামূলক মানবিক কাজ করার লক্ষ্যে গঠিত মানবিক ও সামাজিক সংগঠন ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ এর আত্মাঃপ্রকাশ ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে । সংগঠনের নির্বাহী কমিটি কার্যক্রমের সহায়ক অংশ হিসেবে নির্বাহী কমিটির এক সভায় অর্থ অনুমোদন কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রতিটি কার্যক্রম যথাযথ ভাবে পরিচালনায় সহায়ক হিসেবে আর্থিক কার্যক্রমের তত্ত্বাবধান, ব্যবস্থাপনা ও অনুমোদনের দায়িত্বে থাকবে এই কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অর্থ অনুমোদন কমিটি ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ এর সকল প্রকার দাতব্য ও সেবামূলক কাজের জন্য প্রদত্ত অর্থের সুষ্ঠ ব্যয় ও তার আয়-ব্যয়ের যথাযথ হিসেব নিশ্চিত করবে এবং সমাজের কল্যাণকর এমন যেকোনো বৃহত্তর পদক্ষেপ বাস্তবায়নে সর্বোচ্চ সহায়ক হবে।
গরীব অসহায় শিক্ষার্থী এবং নিন্ম আয়ের সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে গড়ে তোলা অরাজনৈতিক সামাজিক এই সংগঠনটির সদস্যরা গত ১১অক্টোবর সংগঠনটির এক সাধারণ সভায় ওসমান গনি রনিকে সভাপতি ও মেহেদী আশ্রাফ লিমনকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।