ফরিদগঞ্জ মুক্ত দিবসে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
- আপডেট সময় : ০২:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ ৪১৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ মুক্ত দিবসে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : ২৫ নভেম্বর শুক্রবার ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা মুক্তিযুদ্ধেও বিজয়মেলা ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের ২৫ নভেম্বর এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। মুক্ত দিবস উপলক্ষে ২ দিন ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্ভোদন করা হয়।
মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, যথাযত শ্রদ্ধা ও স্মরণের মধ্যদিয়ে ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবসটি পালন করতে এবং স্মৃতি স্মরণ করে রাখতে উপজেলা মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ ২২ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করে।
মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান এমপি।
এর আগে উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উল্যা তপদারের পরিচালনায় উদ্ভোদনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, জেলা ডেপুটি কমান্ডার মহসিন পাঠান, আওয়ামীলীগনেতা আলী আজম রেজা সহ অন্যান্যরা।
২২ দিন ব্যাপি এবারের মেলা থাকছে ৫০ টির ও বেশি বিভিন্ন পন্যের দোকান, সহ শিশুদের বেশ কয়েকটি রাইড ও প্রতিদিন সন্ধায় থাকছে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠান