ফরিদগঞ্জে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি
- আপডেট সময় : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ৩৮৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি
বাঙ্গালীর বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগে আনন্দ র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভার আয়োজন করেছে।
২৫ জুন (শনিবার) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে আনন্দ র্যালির মাধ্যমে ফরিদগঞ্জ বাজারের মূল সড়কে পদক্ষিন করে থানা মোড়ে এসে শেষ হয়।
এরপর ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লোকমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার।
আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।