সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে দুইটি শিশুর পুকুরের পানিতে পড়ে মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ১৯১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে দুইটি শিশুর পুকুরের পানিতে পড়ে মৃত্যু
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : ফরিদগঞ্জে উপজেলায় দুই বছরের দুই শিশু নূর মোহাম্মদ ও মোঃ আনিছ হোসেনের পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
১২ নভেম্বর(শনিবার) গুপ্টি পশ্চিম ইউনিয়নের হোগলী গ্রামের মোঃ ওয়াসিম আকরামের ছেলে মোঃ আনিছ হোসেন(২) এবং অন্যজন পার্শ্ববর্তী খাজুরিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (২) পুকুরের পানিতে পড়ে মৃত্যু বরণ করে।
জানা যায়, শনিবার সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে সকলের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পাশের একটি পুকুরের পানিতে তাদের পাওয়া যায়।এসময় নূর মোহাম্মদ ও মোঃআনিছ কে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।