ফরিদগঞ্জে তথ্য অধিকার আইন ও স্বপ্ন প্রকল্প বিষয়ক আলোচনা সভা
- আপডেট সময় : ০২:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৪০৬ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ এবং এমআইএস ও স্বপ্ন প্রকল্প নিয়ে আলোচনা সভা সম্পন্ন হয়েছে ।
৯ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাবিবুর রহমান
এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সরকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদসহ প্রতিটি স্থানীয় সরকারের স্তরকে উন্নয়নে কাজে লাগাতে কাজ করছে। এজন্য নানাবিধ প্রকল্প গ্রহণ করছে। সেই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব প্রতিটি প্রতিষ্ঠানের নেওয়া কর্মকান্ডের বিষয়ে জনগণকে জানানোর জন্য নিয়মিত তাদের ওয়েবপেজ আপডেট করতে হবে। জনগণ যাতে সহজেই তাদের কাঙ্খিত জানার বিষয়টি জানতে পারে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রাশেদা আক্তার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জিএস তছলিম। এছাড়া ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, মো: শাহজাহান, এস এম কাউছারুল আলম কামরুল এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যা তপদার।