ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৪০৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : ফরিদগঞ্জে উপজেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র পরিচালনায় উপজেলা প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ সহ বিভিন্ন অতিথিরা। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে ১৯ টি স্টল স্থাপন করে। নানান শ্রেণী-পেশার মানুষকে বিভিন্ন ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক বান্ধব, ডিজিটাল সেবা প্রদানের পাশাপাশি প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।