ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
- আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ৩৪৯ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
‘‘নিরাপদ মাছে ভরবে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগান কে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৪ জুলাই রোববার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা’র সভাপতিত্বে ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, মৎস্য উৎপাদনে চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলা প্রথম স্থান অধিকার করেছে এবং সারা বাংলাদেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। এটা আমাদের গর্বের বিষয়। মনে রাখতে হবে মাছ চাষ করতে হবে নিরাপদে, কীটনাশক দ্বারা যেন মাছের কোন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে,মনে রাখতে হবে কৃষি কাজ ও মৎস্য চাষে বাংলাদেশের মানুষের জীবিকা নির্ভর করে।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আক্তার রুমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া ও মৎস্য চাষী রোমান হোসেন। আলোচনা শেষে অনুষ্ঠান শেষে উপজেলা শ্রেষ্ঠ মৎস্যচাষী রোমান হোসেন মিজিকে ক্রেস্ট,সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করণ শেষে সড়ক র্যালী করেন অতিথিবৃন্দ।