ফরিদগঞ্জে ঘর পেলো ভূমিহীন ৫৬ পরিবার
- আপডেট সময় : ০২:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ৪৫১ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপে ৩১টি পরিবার সহ ফরিদগঞ্জে ঘর পেল ৫৬ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার।
২২মার্চ বুধবার ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভুমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগকে বাস্তবায়নে ফরিদগঞ্জে ১ম ও দ্বিতীয় পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং সর্বশেষ বুধবার হস্তান্তরকৃত চতুর্থ পর্যায়ের ৩১টিসহ মোট ৫৬জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দেয়া হয়েছে। এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভূমিহীন মুক্ত হলো।
সকালে মাননীয় প্রধানমন্ত্রী ফরিদগঞ্জ উপজেলাসহ তিনটি উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করা করেছেন।
এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশিদা আক্তার। এছাড়া বক্তব্য রাখেন ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, ওসি(তদন্ত) প্রদীপ মণ্ডল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম শেখ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, উপকারভোগী ইসমাইল হোসেন।