ফরিদগঞ্জে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন সেচ্ছেসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন
- আপডেট সময় : ১২:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের অধিনস্থ সকল ওয়ার্ডের সেচ্ছাসেবক দলের দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকিলে ইউনিয়নের জিএপসি একাডেমী মাঠে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দীন মিজির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নয়ন বেপারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ মোঃ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন পাটওয়ারী, উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক মোহাম্মদ আক্তার হোসেন, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল আলম খান।
প্রধান অতিথির বক্তব্য শরীফ মোঃ ইউনুছ বলেন গত ১৭ বছর যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারা আজও গোপনে ষড়যন্ত্র করছে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে রেখে দিতে হবে। সেজন্য সবাই প্রস্তুত থাকুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য এ্যাড. মাসুদ আলম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মঞ্জিল হোসেন বেপারি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন সুমন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী জাকির শেখ, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার শেখ, শাহআলম বেপারি। অনুষ্ঠানে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে এসে উপস্থিত হয়।