ফরিদগঞ্জে উপজেলা স্কাউটস’র নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৩৫৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে উপজেলা স্কাউটস’র নির্বাচন সম্পন্ন
কমিশনার হাছিনা আক্তার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস ফরিদগঞ্জ উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাধিবার প্রয়োগের মাধ্যমে সাধারণ সম্পাদক, স্কাউটস কমিশনার ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
১৩ অক্টোবর (বৃহষ্পতিবার) উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন নির্বাচন কমিশনারের দায়িত্বে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়।মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬২৯ জন ভোটারের মধ্যে ৫৯৪ জন ভোটার ভোটাধিবার প্রয়োগের মাধ্যমে নির্বাচন পরিচালনা হয়। অন্য পদ গুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলেও সাধারণ সম্পাদক, স্কাউটস কমিশনার ও কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী থাকায় ভোটাররা ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে। নির্বাচনে আব্দুল লতিফ খানের প্রতিদ্বন্দ্বীতায় ৩৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জিয়াউর রহমান। কমিশনার পদে ৩ জন প্রার্থীর মধ্যে নেছার আহমেদ ও মাহবুব পাঠানের প্রতিদ্বন্দ্বীতায় হলেন সর্বাধিক ৩৩০ ভোট পেয়ে কমিশনার নির্বাচিত হন হাছিনা আক্তার এবং কোষাধ্যক্ষ পদে ০৩ জন প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম মিয়া ও ইলিয়াছ মিয়ার প্রতিদ্বন্দ্বীতায় সর্বাধিক ২৪৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন আলমগীর হোসেন।
এর আগে সকালে ইউএনও ও ফরিদগঞ্জ স্কাউটস এর সভাপতি তাসলিমুন নেছার সভাপতিত্বে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ১১তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, কমিশনার সামছুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউটস লিডাররা উপস্থিত ছিলেন।