ফরিদগঞ্জে শামছুল হক ভূঁইয়ার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২১১০ বার পড়া হয়েছে
চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
আমি জনগণের সেবাকে এবাদত হিসেবে নিতে চাই
……… ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনীতি হলো জনগণের সেবা করার উত্তম পন্থা। রাজনীতির অংশ হিসেবেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি জনগণের সেবাকে এবাদত হিসেবে নিতে চাই। আমি বিশ্বাস করি ভোট একটি জনগণের আদালত। আমরা সকলে এই আদালতের সামনে হাজির হয়েছি। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি তবে আমি আমার জীবনের শেষ পর্যন্ত জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, এস এম কাউসারুল আলম কামরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডারের সহিদ উল্ল্যা তপদার, ডেপুটি কমাণ্ডার সরোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি জহির হোসেন মিজি, সাধারণ সম্পাদক সফর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।