সংবাদ শিরোনাম ::
সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ৪৯৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাংবাদিকরা।
সোমবার (১৯ জুন) সকালে ফরিদগঞ্জ উপজেলা সম্মুখে ফরিদগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকবৃন্দরা।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান’র সভাপতিত্বে মাববন্ধনে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নবাগত কমিটির সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাংবাদিক এম.কে মানিক পাঠান, আমান উল্যাহ আমানসহ আরো অনেকে।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।