মানব সেবা সংস্থার নয়া কমিটি গঠন ।। সভাপতি আল-আমিন, সম্পাদক সাইদুল
- আপডেট সময় : ০২:৩০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ ৪০১ বার পড়া হয়েছে
শামীম হাসান
চাঁদপুরে মানব সেবা সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৮ জুলাই সোমবার বিকেলে চাঁদপুর সদরের সাহেবগঞ্জের মমিনপুরে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নয়া কমিটির সভাপতি আল-আমিন আহমেদ এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
পরে ২০ জুলাই বুধবার সংগঠনটির পরিচালক ও যুগ্ম পরিচালক এবং নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো একটি সভার মাধ্যমে সংগঠনের পরিচালক ও যুগ্ম পরিচালকের যৌথ স্বাক্ষরে ১১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয় ।
মানব সেবা সংস্থা ২০২২ ও ২০২৩ অর্থ বছরের কার্য-নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ তারেক, মাহমুদা আক্তার মিমি, যুগ্ম- সাধারণ সম্পাদক তাহসিন মিলন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সহ- সাংগঠনিক সম্পাদক নুসরাত আক্তার রেহানা, অর্থ সম্পাদক মরিয়ম আক্তার রাহা, যুগ্ম-অর্থ সম্পাদক খাদিজা আক্তার, প্রচার সম্পাদক সাজ্জাদ পাটওয়ারী, যুগ্ম- প্রচার সম্পাদক আরমিন মজুমদার।
সংগঠনটির এবারের সাধারণ সভায় অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, আল-আমিন হিমেল, ফারহা ইসলাম, কামরুল হাসান, মো : ইমতিয়াজ, রায়হান হোসেন রাব্বি, মাবিয়া রহমান রাইসা, সদেক হোসেন, জুম্মাম বেপারি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
২০২২-২০২৩ বছরের সংগঠনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান সকলের সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা দায়িত্ব পালন করতে চাই।
উল্লেখ্য, মানব সেবায় কাজ হোক, মানুষের জন্য মানবতার জন্য, এমন স্লোগানকে ধারণ করে ২০২১ সালে কয়েকজন যুবকের হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সিলেটের বন্যা কবলীতদের খাবার সহায়তা, করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ, সংগঠনের সদস্যদের রক্তদান , বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ সহ আরোও নানা মূখী সমাজসেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটির সেচ্ছাসেবীরা।