ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচা মেলা’র সম্মেলন সম্পন্ন
- আপডেট সময় : ০১:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৪১৯ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচা মেলা’র সম্মেলন সম্পন্ন
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : বাংলাদেশ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’র অঙ্গসহযোগী সংগঠন ‘ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র সম্মেলন সম্পন্ন হয়েছে।
৭ জানুয়ারি (শনিবার) ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার সম্মেলন উপলক্ষে ফরিদগঞ্জে প্রথম বারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো ‘বিজ্ঞান ও গণিত উৎসব’। তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত ‘বিজ্ঞান ও গনিত উৎসব’-এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ নুরুল আমিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের প্রাক্তন সিনিয়র সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান,ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা,ফরিদগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটওয়ারী।
এদিন সংগঠনটির গঠনতন্ত্রের নিয়মানুযায়ী উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও শিশু পরিষদ গঠন করা হয়। ‘ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র উপদেষ্টা পরিষদ :- ১) মোঃ নুরুল আমিন (সিনিয়র সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। ২) মো: মাকছুদুর রহমান পাটওয়ারী,(ভূমি মন্ত্রনালয়ের প্রাক্তন সিনিয়র সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। ৩) জাহিদুল ইসলাম রোমান,(চেয়ারম্যান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ) ৪) তাসলিমুন নেছা,(উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ, চাঁদপুর) ৫) মো : আব্দুল মান্নান,(ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফরিদগঞ্জ থানা) ৬) আবুল খায়ের পাটওয়ারী,(পৌর মেয়র, ফরিদগঞ্জ পৌরসভা) ৭) মোতাহের হোসেন পাটওয়ারী,(বিশিষ্ট সমাজ সেবক) ৮) শাহজাহান কবির, বিশিষ্ট সমাজ সেবক ৯) এডভোকেট আব্বাস উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ১০) মহেশ চন্দ্ৰ শৰ্মা, প্রকৌশলী ১১) ফয়েজ আহমেদ মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ১২) অধ্যাপক জসিম উদ্দিন ১৩) গিয়াস উদ্দিন।প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক : ফরিদ আহমেদ রিপন।
কার্য-নির্বাহী কমিটি : সভাপতি : নুরুন্নবী নোমান, সহ-সভাপতি : রফিকুল আমীন কাজল, সহ-সভাপতি মামুন পাঠান, সাধারণ সম্পাদক : শামীম হাসান, সাংগঠনিক সম্পাদক : মাহাবুব হোসেন, অর্থ সম্পাদক : শারমিন আক্তার, দপ্তর সম্পাদক : অভিজিৎ রায়, প্রচার সম্পাদক : মামুন হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক : স্বজন সাহা, নির্বাহী সদস্য : খাদিজা তাসনীম, নির্বাহী সদস্য : সুলেখা দত্ত, নির্বাহী সদস্য : মোহাম্মদ নূর হোসেন, নির্বাহী সদস্য : মহসীন পাটওয়ারী, নির্বাহী সদস্য : কুলসুমা আখন নুপুর, নির্বাহী সদস্য : মিজানুর রহমান।
শিশু সদস্য পরিষদ : আহ্বায়ক : সানজিদা নবী আদ্রিতা, যুগ্ম আহ্বায়ক : নাহিদুল ইসলাম, সদস্য সচিব : জাবের আলম ইশান, সদস্য : পূজা রানী, সদস্য : জাকিয়া আফরা জারা, সদস্য : ফারিহা আক্তার, সদস্য : সানিয়া ইসলাম, সদস্য : আরাফাত হোসেন, সদস্য : সাদিয়া ইসলাম মুনা।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শামীম হাসান জানান, শিশুশিক্ষা ও শিশুদের মনন বিকাশে বিগত সময়ের ন্যায় আমারা কাজ করে যাবো বলে আমরা প্রত্যাশা করছি। শিশুদের সকল ধরনের সহ-শিক্ষা কার্যক্রমের আতুর গড় হিসেবে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচা মেলা গড়ে তুলতে আমরা কাজ করবো।