ফরিদগঞ্জে সড়কে প্রাণ গেলো এক অটোরিকশা যাত্রীর
- আপডেট সময় : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৩৯৬ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) নামে ১ ব্যাক্তি নিহত হয়েছে। উপজেলার চরকুমিরা চৌ-রাস্তা নামক স্থানে বুধবার (২২ মার্চ) রাত ১১ টায় এ ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল হোসেন পৌর এলাকার সাফুয়া গ্রামের মৃত জামাল হোসেন’র ছেলে। তিনি অটোরিকশা যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরের দিক থেকে আসা সিএনজি টি অপরদিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রী বিল্লাল হোসেন অটোরিকশা থেকে সড়কে চিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক সাদ্দাম হোসেন জানান, বিল্লাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।