ফরিদগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ০৩:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ৪৪৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা
মো: জাহিদুল ইসলাম ফাহিম : ১৪ ডিসেম্বর (বুধবার) ফরিদগঞ্জ পৌরসভা ওয়াপদা মাঠে মুক্তিযুদ্ধ বিজয় মেলা মঞ্চে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন এর সঞ্চালনায় ফরিদগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, প্রধান আলোচক ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ
প্রধান আলোচকের বক্তব্য বলেন, বুদ্ধিজীবিদের হত্যার মাধ্যমে বাংলাদেশ কে ১০০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ কে পিছেয়ে নেওয়া জন্য বাঙ্গালি কে মেধাশূন্য করার জন্য ১৪ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশের বুদ্ধিজীবিদের নির্বিচারে ৯৬৮ জন কে একসাথে হত্যা করে।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মদ মজুমদার, জেলা পরিষদ সদস্য আলী আক্কাস পাটওয়ারী,গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আহাম্মেদ,রুপসা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শরিফ খান।
আনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবির চক্রবর্তী সহ সভাপতি আমান উল্লাহ আমান, গাজী মমিন,আব্দুল কাদের প্রমুখ।