ফরিদগঞ্জে বড়ালীতে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ৩৫৫ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জের বড়ালীতে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রধান অতিথির বক্তব্য প্রধানকালে
যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই
…………………আলহাজ্ব শাহাজান কবির
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
ফরিদগঞ্জ পৌরসভার ৪ নং পূর্ব বড়ালীতে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
২২ শে জুলাই শুক্রবার বিকেলে পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘ আয়োজিত টুনামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি নূরে আলম ভুট্রো’র সভাপতিত্বে ও সংগঠনের ক্রীড়া সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব শাহাজান কবির, এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের আয়োজনে প্রতি বছর এ ধরণের টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে আশ্বস্থ করছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা পাবেল হোসেন পাটোয়ারী, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন মিজি, ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ বরকত উল্লাহ।
শিরোফা নির্ধারনী ফাইনাল ম্যাচের মধ্য সাহাপুর একতা যুব সংঘকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় ১০ নং গোবিন্দপুর ইয়াং স্টার ক্লাব। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের পরিচালকবৃন্দ ও স্থানীয় ক্রীড়াবিদ, দর্শকরা উপস্থিত ছিলেন।