ফরিদগঞ্জে বাংলা ইশারায় ভাষা দিবসের আলোচনা সভা সম্পন্ন
- আপডেট সময় : ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ৫৭৫ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে বাংলা ইশারায় ভাষা দিবসের আলোচনা সভায়
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর ভাষা বোঝা এবং তাদের বুঝানোর জন্য আমাদের সকলকে কাজ করতে হবে
……..উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যড. জাহিদুল ইসলাম রোমান
যখন মানুষ প্রকৃতির কাছে অসহায় হয়ে পরে কিংবা বয়জ্যেষ্ঠতার কারনে আবার কখনো কখনো দূর্ঘটনাজনক কারনে বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে পড়ে তখনই তারা এখানে ছুটে আসে, যে প্রত্যাশা নিয়ে তারা এখানে আসে এখানে আসা মানুষগুলোর শতভাগ সেবা নিশ্চিত করতে হবে। এই প্রতিষ্ঠানটি থেকে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধি মানুষদের যে সেবা দেয়া হয় তা যেন কল্পনার মতো, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য প্রধান মন্ত্রীর এমন জনবান্ধন সরকারি কার্যক্রম প্রশংসনীয়। সুদূর শহরে না গিয়ে ঘরের দৌড়গোড়ায় প্রতিবন্ধিদের এমন সেবা পৌঁছে দেয়া দেশনেত্রীর অবদানের সুফল। এখন প্রতিবন্ধীরা সকল ক্ষেত্রে বিচরন করছে, এই বিচরনটুকু আরো গতিশীল করতে প্রতিবন্ধী মানুষগুলোর সহযোগিতার মনোভাব নিয়ে পাশে দাঁড়াতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো সেবা প্রধানের জন্য প্রতিবন্ধীরা যখন বুঝবে তাদের অবহেলা করা করা হচ্ছে না, তখন তারা এগিয়ে যাওয়ার সাহস পাবে। সকল মানুষের প্রতিভা বিকাশে আমাদের নিবিড় পরিচর্যা করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর ভাষা বোঝা এবং তাদের বুঝানোর জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। ফরিদগঞ্জে বাংলা ইশারায় ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যড. জাহিদুল ইসলাম রোমান।
“বাংলা ইশারা ভাষার প্রচলন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তির জীবনমান উন্নয়ন” এমন স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস সহায়ক মোহাম্মদ শরীফুল্লার সঞ্চালনায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও জাতীয় প্রতীবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ফরিদগঞ্জে প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের ডা. এ কে এম লোকমান হেকিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপির কনসালট্যান্ট ডা. পি.এল.সাহা প্রীতম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিকাল ফিজিও থেরাপিস্ট ডা. নুসরাত ইয়াসমিন, টেকনিশিয়ান তাফাজ্জ্বল হোসেন সহ অন্যান্যরা।