ফরিদগঞ্জে ‘পিপল ফাস্ট হেল্প অর্গানাইজেশন’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৫:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ ৩৫৬ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : ফরিদগঞ্জ উপজেলায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘পিপল ফাস্ট হেল্প অর্গানাইজেশন’র’ উদ্যোগে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খাজুরিয়া দাখিল মাদরাসা ও খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
০২ সেপ্টেম্বর (শুক্রবার) সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘পিপল ফাস্ট হেল্প অর্গানাইজেশন’র’ সভাপতি ও চাঁদপুর দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শিক্ষানবিশ আইনজীবী জনাব শেখ বেলায়েত হোসাইন এর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পরিমাণ গাছ কেটে ফেলা হচ্ছে সে পরিমাণ গাছ লাগানো হচ্ছেনা যার ফলে দেশে প্রাকৃতির দূর্যোগ হওয়ার আশংকা রয়েছে।
তিনি আরো বলেন, বৃক্ষরোপণ কর্মসূচী একটি জাতীয় কর্মসূচি তাই আমরা গাছ লাগাবো,গাছ বাঁচাবো। আমার সবুজ প্রাণ, সবুজ শ্যামল গড়বো এদেশ খোদার সেরা দান।
এসময় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল চঁন্দ্র লোধ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।