ফরিদগঞ্জে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে অফিসে বসলেন জিএস তছলিম
- আপডেট সময় : ০৬:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ৩৫১ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ আনুষ্ঠানিক ভাবে অফিসের কার্যক্রম শুরু করেছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সদ্য অব্যাহতি নেয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড, জাহিদুল ইসলাম রোমানের হাত ধরে তিনি নির্ধারিত অফিসে কার্যক্রম শুরু করেন। উপস্থিতিরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভের বিষয়ে গেজেট প্রকাশের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, আওয়ামীলীগনেতা জসিম উদ্দিন আনসারি, মিজান গাজী, আমিনুল ইসলাম এমরান, যুবলীগ নেতা ফজলে রাব্বি প্রমুখ।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এস তছলিম বলেন, গত সাড়ে ৪ বছর সততার সাথে যেভাবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান দায়িত্ব পালন করেছেন। আমিও তার উত্তরসরি হিসেবে সেইভাবে দায়িত্ব পালন করতে চাই। আশাকরি তিনিসহ সকলে আমাকে সার্বিক সহযোগিতা করবেন।