জেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ কেন্দ্রে বিজয়ী হলেন যারা
- আপডেট সময় : ০৪:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৪৭৫ বার পড়া হয়েছে
জেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ কেন্দ্রে বিজয়ী-
চেয়ারম্যান মোবাইলন প্রতীক,সাধারণ সদস্য টিউবওয়েল এবং সংরক্ষিত মহিলা সদস্য ফুটবল প্রতীক
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
১৭ অক্টোবর (সোমবার) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত আইনশৃংখলা রক্ষায় আনসার, পুলিশ, বিজিবি এবং র্যাবসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে স্থাপিত ইভিএমের মাধ্যমে ১৫টি ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানসহ মোট ২১১ জন ভোটারের ভোট গ্রহণ হয়।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রে চেয়ারম্যান পদ প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার (প্রতীক আনারস) প্রাপ্ত ভোট ৯৭ এর প্রতিদ্বন্দ্বিতায় ১১৪ ভোট পেয়ে জয়লাভ করেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক প্রশাসক ওচমান গণি পাটওয়ারী। সাধারণ সদস্য পদে ৪জন প্রার্থী,মশিউর রহমান মিটু (প্রতীক তালা) প্রাপ্ত ভোট ৬৫,শাহাবুদ্দিন হোসেন (প্রতীক হাতি) প্রাপ্ত ভোট ৩১ এবং মিজানুর রহমান ভূইয়া(প্রতীক ঘুড়ি) প্রাপ্ত ভোট ০২ এর প্রতিদ্বন্দ্বিতায় আলী আক্কাস পাটওয়ারী (প্রতীক টিউবঅয়েল) ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন। সংরক্ষিত মহিলা সদস্য পদে আয়েশা রহমান (প্রতীক দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৫৭ এর প্রতিদ্বন্দ্বিতায় জোবেদা মজুমদার খুশি (প্রতীক ফুটবল) প্রাপ্ত ভোট ১৫৪ পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হন।