সংবাদ শিরোনাম ::
বৃষ্টিতে স্থগিত করা হলো জেলা প্রশাসক কাপের ফাইনাল

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা স্টেডিয়ামে আগামী শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
বৈরী আবহাওয়া এবং মাঠ কর্দমাক্ত থাকায় আয়োজক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আয়োজন উপকমিটির আহ্বায়ক ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। তিনি জানান, পরবর্তী সময়ে ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের তারিখ পুনঃনির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।
এবারের জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।