২৬ জানুয়ারি গৃদকালিন্দিয়ায় উদ্বোধন চেয়ারম্যান কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট
- আপডেট সময় : ০৪:০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে
সেই ২০১২ সালে তৎকালীন সময়ের ক্রীড়াপ্রেমিক শরিফ হোসেন খানের প্রচেষ্ঠায় ও ব্যাবস্থাপনায় গৃদকালিন্দিয়ার মাঠে যে যে বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এরপর ক্যালেন্ডারের পাতার হিসেবে কেটে গেছে একযুগেরও বেশি সময়। পরবর্তী সময়ে মাঝখানে গৃদকালিন্দিয়ার মাঠে বড় পরিসরে বেশ কয়েকবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন হলেও লম্বা একটা সময় ক্রিকেট উন্মাদনা থেকে বঞ্চিত ছিলো এই অঞ্চলের ক্রিকেট প্রেমীরা। ক্রিকেট উৎসবের অপেক্ষায় থাকা সেই সব তৃষ্ণার্ত ক্রিকেট প্রেমীদের জন্য ভালো খবর হচ্ছে মৌলভী আইউব আলী খান সমাজ কল্যাণ পরিষদ আয়োজনে আগামী ২৬ জানুয়ারি একযুগ পর গৃদকালিন্দিয়ার মাঠে শুরু হতে যাচ্ছে ব্যাট-বলের মহোউৎসব চেয়ারম্যান কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট – ২০২৪ এর আয়োজন৷ ইতোমধ্যে স্থানীয় ক্রীড়া সংগঠকরা এক সুতোয় এসে ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শরিফ হোসেন খানকে প্রধান আহ্বায়ক করে গঠন করা হয়েছে ২০ সদস্যের টুর্নামেন্ট পরিচালনা পর্ষদ। বৃহৎ পরিষদের হৈ-হুল্লোড়ময় একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সব পরিকল্পনার পাশাপাশি সম্পন্ন হয়ে গেছে টুর্নামেন্ট আয়োজনের অধিকাংশ কাজ। প্রস্তুত হয়ে গেছে টুর্নামেন্টের জন্য নির্ধারিত ক্রিকেট গ্রাউন্ডও। চলছে অংশগ্রহণইচ্ছুক দলগুলোর রেজিষ্ট্রেশন কার্যক্রম। সব ঠিক-ঠাক থাকলে যথা সময়েই মাঠে গড়াবে টুর্নামেন্টের কর্মযোগ্য। টুর্নামেন্টের ব্যাতিক্রমী অংশ হিসেবে থাকছে প্রতিটি ম্যাচ ফেসবুকে লাইভ সম্প্রচার। এ ছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে এক লক্ষ টাকার প্রাইজমানি এবং রানাস-আপ দলের জন্য থাকছে পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি। এছাড়া প্রতিটি ম্যাচে “ম্যান অব দ্যা ম্যাচ”, টুর্ণামেন্ট সেরা ব্যাটসম্যান , টুর্ণামেন্ট সেরা বোলার, ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার তো থাকছেই।
টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে টুর্নামেন্ট কমিটির প্রধান আহ্বায়ক শরিফ হোসেন খান চাঁদপুর কন্ঠকে জানান, একটা সময় ছিলো যখন কিশোর-তরুণ-যুব বয়সী ছেলেরা বিকেল হলেই খেলার মাঠে মেতে উঠতো। বর্তমান সময়ে নানা কারণে সেটি হারিয়ে যেতে বসেছে। তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফেরানোর জন্য এবার দীর্ঘ পরিসরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ নিয়েছি।
টুর্নামেন্ট উদযাপন পরিষদের অপর সদস্য শামসুল ইসলাম রনি জানান, একটা সময় ছিল এই অঞ্চলের ক্রীড়াঙ্গন স্থানীয় ক্রিকেটারদের ব্যাট-বলের লড়াইয়ে মুখরিত হতো। সময়ের পালা বদলে সেটি হারিয়ে যেতে বসেছে। ক্রিকেটারদের প্রতিভার উন্মেষ এবং মাঠে ক্রীড়া উৎসবের মুখরতা ফেরাতে এবারের টুর্নামেন্ট আয়োজন। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব ঠিকঠাক থাকলে যথাসময়েই মাঠে গড়াবে টুর্নামেন্টের কার্যক্রম। টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী দল হিসেবে রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করুন : টুর্নামেন্ট পরিচালক রনি – 01740-605554, আশিক – 01884-247291, জাহিদ – ০১৭২৭-৫৬১১৪৩।