সংবাদ শিরোনাম ::
স্মার্ট সেবার লক্ষ্যে ফরিদগঞ্জে সিটি ব্যাংকে’র উপ-শাখা উদ্বোধন

শামীম হাসান
- আপডেট সময় : ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জের সিটি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে কলাবাগান বাজেরর ২য় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিক ফরিদগঞ্জ উপ-শাখা উদ্বোধন করেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ সহ অতিথিবৃন্দ।
সিটি ব্যাংক ফরিদগঞ্জ উপ-শাখার ম্যানেজার মোহাম্মদ আশিক ইকবালের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো. আবদারুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ প্রেসক্লারে সভাপতি মামুনুর রশিদ পাঠান, ব্যাংকটির ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ জাহিদুর রহমান, হাজিগঞ্জ শাখার ম্যানেজার মো. আল-আমিন, রায়পুর শাখার ম্যানেজার মো. জাহের হোসাইন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকটির ফরিদগঞ্জ উপ শাখায় নিয়মিত লেন-দেনসহ ব্যাংকিংয়ের যাবতীয় সুবিধার পাশাপাশি গ্রাহকরা যেকোন সময় এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে।