স্বপ্নছায়া সামাজিক সংগঠন ও মৃধা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠন ও মৃধা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ ই মার্চ (শুক্রবার) সকাল নয়টায় স্বপ্নছায়া সামাজিক সংগঠনের কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান’র পরিচালনায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী প্রদান করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন সেলিম। এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বপ্নছায়া সামাজিক সংগঠন সুবিধাবঞ্চিত পরিবার গুলোর মুখে হাসি ফুটানোর সংগঠন, আমি গর্বিত আমার ইউনিয়নে এমন একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান আছে বলে। আমি ধন্যবাদ জানাই এই সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের। এমন সামাজিক কর্মকাণ্ডে দেখে সত্যি আমি আনন্দিত। দোয়া করি আপনারা আপনাদের স্বপ্ন পূরণে আরো বহু দূর এগিয়ে যান, এবং একটি সুন্দর সমাজ আমাদের উপহার দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ জাকির হোসেন ও মৃধা ফাউন্ডেশনের প্রতিনিধি বৃন্দ। সংগঠনটির সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন পারভেজ, মোঃ সাইফুল ইসলাম নিশু, দেওয়ান মোঃ রাসেদ হোসেন, আহমেদ সাব্বির, মোঃ, শাকিল হোসেন, সানজিদ পাটোয়ারী, মেহেদী হাসান, ও আবদুল্লাহ আল নোমানসহ অন্যান্যরা।