সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা পেলো ঈদের পোশাক
- আপডেট সময় : ০২:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’র সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে৷
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ৪৫ জন শিশু শিক্ষার্থীদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়। প্রজ্জ্বলন’র সহ-সভাপতি তৌহিদুর রহমান রণির সভাপতিত্ত্বে ও সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে শিশুদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, ৯ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহ আলম শেখ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, সাংবাদিক ফখরুল পাঠান।
সংগঠনের সেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন, প্রজ্জ্বলনের সাবেক আহ্বায়ক পিয়াস চন্দ্র দাস, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সদস্য সাইবুর ইসলাম রণি, মিতানুর আক্তারসহ অন্যান্যরা।