সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৪৩৯ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদরাসার ২০২৩ শিক্ষাবর্ষের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২১ মার্চ (মঙ্গলবার) মাদরাসার হল রুমে সহকারী শিক্ষক মাওলানা ইসমাঈল হোসেন’র সঞ্চালনায় ও মাদরাসাটির সুপার মাওলানা মুফতি আখতার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামসুল আলম সুমন পাটওয়ারী।
এ সময় তিনি তার বক্তব্য বলেন, দাখিল পরিক্ষা হলো শিক্ষা জীবনের প্রবেশদ্বার। দাখিল পরিক্ষায় ভালো ফলাফল করতে পারলে তোমাদের ভবিষৎ জীবনের ভিত্তি প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের ভালো ফলাফল যেমন প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে তেমনি তোমাদের পরিবারের সুনাম এবং নিজেদের সুনামও অক্ষুন্ন রাখবে। যে সকল শিক্ষার্থীরা দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হবে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।
দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সুবিদপুরের কৃতি সন্তান সুলতান আহমেদ পাটওয়ারী, মাদরাসার সহকারি শিক্ষক সেফায়েত উল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য রেজাউর রহমান রিপন সহ প্রমুখ।
শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দাখিল পরিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম আনোয়ার হোসাইন, ইসলামি সংগীত পরিবেশন করেন দাখিল ৭ম শ্রেনীর ছাত্রী নাবা সালিমা, পরিক্ষার্থী মাহমুদা আক্তার, পরিক্ষার্থীদের পক্ষে বিদায়ী বানী পাঠ করেন মেহজাবিন আক্তার। শিক্ষার্থীদের পক্ষে দাখিল ১০ শ্রেনীর মারজান আক্তার।
বিদায়ী আলোচনা পর্ব শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সুবিদপুর ওল্ড স্কিম দাখিল মাদরাসার সাবেক সুপার ও প্রবীন আলেম মাওলানা শিবলী আহম্মেদ। বিদায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। এবছর মাদরাসাটি থেকে মোট ২৫ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন।