সমগ্র ফরিদগঞ্জে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে স্কাউট সদস্যরা
- আপডেট সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
কোটা বিরোধী আন্দোলনে সরকার পতনের পর আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ সদস্য কর্ম বিরতি ঘোষণার পর পুলিশ শুন্য সমগ্র ফরিদগঞ্জে যানজট নিরসনে কাজ করছে স্কাউট সদস্যরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে ফরিদগঞ্জ বাজারের চারটি স্পট ও উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১০ জন সমন্বয়কের তত্ত্বাবধানে বিভিন্ন স্পর্টে যানজট নিরসনে কাজ করছে স্কাউট সদস্যরা। উপজেলা স্কাউটসের উদ্যোগে যানজট নিরসনের প্রথম দিনে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, অনুআ মুক্ত স্কাউটস দল ও মেঘনা পাড় মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা তীব্র গরমের মধ্যেও কাজ করে যাচ্ছেন৷
উপজেলা স্কাউট এর উদ্যোগে যানজট নিরসনের বিষয়ে ডেপুটি সমন্বয়ক মো. রেদোয়ান খাঁন এই প্রতিবেদককে জানান, ইতিপূর্বে দুই ঈদকে কেন্দ্র করে আমরা ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে যানজট নিরসনে যেভাবে কাজ করেছি, একইভাবে দেশের এই ক্লান্তি লগ্নে ফরিদগঞ্জের মানুষকে ভালো রাখতে, সড়কে তাদের ভোগান্তি এড়াতে আমরা যানজট নিরসনের কাজে মাঠে নেমে পড়েছি৷ এছাড়া সমগ্র উপজেলার সংখ্যালঘুদের বাড়িতে যেন কোনোভাবেই হামলা না হয় সেজন্য সমগ্র উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউট ইউনিটের সদস্যরা সচেতনতার সাথে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।