সকদিরামপুর বড় মুন্সীবাড়ীর ৩৩তম বাৎসরিক মাহফিল সম্পন্ন
- আপডেট সময় : ০৫:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে
ওস্তাজুল ওলামা হযরত আব্দুল কাদির সাহেব(রহ) এর স্মরণে সকদিরামপুর বড় মুন্সি বাড়ীর( কবিরাজ বাড়ীর) ৩৩তম বাসৎরিক মাহফিল অনুষ্ঠিত হয় । শুক্রবার(১৯ জানুয়ারী)¡ সকদিরামপুর বড় মুন্সি বাড়ীর(কবিরাজ বাড়ীর) জামে মসজিম মাঠে বাদ জুমা হইতে রাত পর্যন্ত মাহফিল সম্পন্ন হয় ।
ঘনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল হক আরেফিন’র সভাপতিত্বে মুহাম্মদ ফায়েজ উল্ল্যা’র সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো. হাবিবুর রহমান ।
বাদ জুমা হইতে শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ।
মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাওলানা মুফতি ওসমান গনি সালেহী,মাওলানা ড. সাইফুল ইসলাম জিহাদী, মাওলানা মুহাম্মদ ফখরুজ্জামান খান,মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বয়ান করেন ।
ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর হয়রত মাওলানা খাজা ওয়ালীউল্যাহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া- মুনাজাত করেন । মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় ।