মোটরসাইকেল শোভাযাত্রায় স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়ার মনোনয়ন পত্র দাখিল
- আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিশাল শো-ডাউন করে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করছেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য , চাঁদপুর জেলস আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়ন পত্র দাখিল করে কয়েকশত মোটর সাইকেল ও গাড়ীবহর নিয়ে ফরিদগঞ্জ নিজের গ্রামের বাড়িতে যান।
এসময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন, উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান , যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হাসান, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, যুবলীগের যুগ্মআহায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলায়ার মোল্লা, মাহবুব আলম সাহাগ, বর্তমান সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক রবিউল হাসানসহ বিভিন্ন সংগঠনের উপজেলা , ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের নেতাকর্মীরা।