মরণোত্তর সম্মাননা দেয়া হলো শিক্ষানুরাগী মরহুম কলিম উল্লাহ মিয়াকে
- আপডেট সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ৫১৪ বার পড়া হয়েছে
কচি-কাঁচাদের খালাম্মা কবি সুফিয়া কামাল, রোকনুজ্জামান খান দাদাভাই ও খোন্দকার ইব্রাহিম খালেদকে উৎসর্গ করে সম্মাননা প্রদান করা হয় চাঁদপুরের ফরিদগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী মো. কলিম উল্লাহ মিয়াকে।
শনিবার (২৭মে) আনুষ্ঠানিকভাবে (মরণোত্তর) এ সম্মাননা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও নবীন কচি-কাঁচার মেলার উপদেষ্টা মো. নূরুল আমিন। প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট নেন মরহুমের দ্বিতীয় সন্তান বিশিষ্ট সাংবাদিক ফারুক আহম্মদ।
নবীন কচি-কাঁচার মেলার আহবায়ক সানজিদা নবী আদ্রিতা’র সভাপতিত্বে সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও নবীন কচি-কাঁচার মেলার উপদেষ্টা মো. নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি রওশানা আর ফিরোজ ও সহ-সভাপতি আল্পনা চৌধুরী।
এর আগে, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’র সার্বিক ব্যবস্থাপনা ও ফরিদগঞ্জ নবীনকচি-কাঁচা মেলার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্য ও দেশের বিখ্যাত ব্যক্তিদের সফলতা নিয়ে চিত্রাঙ্কন করেন চাঁদপুর ও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে চাঁদপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠী ত্রিপুরা, বেদে ও তৃতীয় লিঙ্গ-এ তিন সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য অবলম্বনে এক মনোজ্ঞ গীতিনৃত্য পরিবেশন করা হয়।