ফরিদগঞ্জ ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ পৌরবাসীর স্বপ্নের রাস্তায় ভরসার বদলে হতাশা প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বপ্ন ছায়ার সবুজ বার্তা ফরিদগঞ্জে বিএনপি অফিসে হামলার মামলায় সাবেক এমপি’র প্রতিনিধি আটক ফরিদগঞ্জের রূপসা (দঃ) ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার নার্সারি থেকে গাঁজার গাছ উদ্ধার ফরিদগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি গঠন ফরিদগঞ্জে সাইন্টিফিক স্কুলে চুরির ঘটনা, থানায় অভিযোগ দায়ের ভালোবাসার প্রতিশ্রুতি ভেঙে পড়লো ফাঁসের দড়িতে  ফরিদগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ইউএনও’র অভিযান

ভালোবাসার প্রতিশ্রুতি ভেঙে পড়লো ফাঁসের দড়িতে 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৩৯৭ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে সায়েরা আক্তার বিথী (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের জাল্লা বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
বিথী মানিকরাজ গ্রামের প্রবাসী মো. সাগরের স্ত্রী। তার পিত্রালয় পাবনা জেলায়। পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথীর সঙ্গে সাগরের বিয়ে হয়। এক বছর আগে জীবিকার তাগিদে সাগর বিদেশে পাড়ি জমান। পরিবারের দাবি, দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না। তবে তার মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্য দানা বেঁধেছে।
শনিবার দুপুরে পরিবারের সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজ শেষে যার যার কক্ষে বিশ্রামে যান। বিথীর শাশুড়ি নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এই ফাঁকে বিথী বাইরে থেকে শাশুড়ির দরজা আটকে দিয়ে নিজের কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
পরবর্তীতে শাশুড়ি ঘুম থেকে উঠে দরজা খুলতে না পেরে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর বিথীর কক্ষের দরজাও বন্ধ দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। জানালার গ্লাস খুলে দেখা যায়, বিথী ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে দরজা ভেঙে বিথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা বলছেন, বিথীর এমন আত্মহত্যা রহস্যজনক। কারণ, তার জীবনযাপনে কোনো অস্বাভাবিকতা আগে চোখে পড়েনি। তারা মনে করছেন, এর পেছনে হয়তো রয়েছে কোনো মানসিক চাপ কিংবা পারিবারিক সংকট। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালোবাসার প্রতিশ্রুতি ভেঙে পড়লো ফাঁসের দড়িতে 

আপডেট সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
ফরিদগঞ্জে সায়েরা আক্তার বিথী (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের জাল্লা বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
বিথী মানিকরাজ গ্রামের প্রবাসী মো. সাগরের স্ত্রী। তার পিত্রালয় পাবনা জেলায়। পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথীর সঙ্গে সাগরের বিয়ে হয়। এক বছর আগে জীবিকার তাগিদে সাগর বিদেশে পাড়ি জমান। পরিবারের দাবি, দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না। তবে তার মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্য দানা বেঁধেছে।
শনিবার দুপুরে পরিবারের সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজ শেষে যার যার কক্ষে বিশ্রামে যান। বিথীর শাশুড়ি নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এই ফাঁকে বিথী বাইরে থেকে শাশুড়ির দরজা আটকে দিয়ে নিজের কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
পরবর্তীতে শাশুড়ি ঘুম থেকে উঠে দরজা খুলতে না পেরে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর বিথীর কক্ষের দরজাও বন্ধ দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। জানালার গ্লাস খুলে দেখা যায়, বিথী ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে দরজা ভেঙে বিথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা বলছেন, বিথীর এমন আত্মহত্যা রহস্যজনক। কারণ, তার জীবনযাপনে কোনো অস্বাভাবিকতা আগে চোখে পড়েনি। তারা মনে করছেন, এর পেছনে হয়তো রয়েছে কোনো মানসিক চাপ কিংবা পারিবারিক সংকট। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।