ব্যতিক্রমী আয়োজনে ফরিদগঞ্জ এ আর পাইলট উবি’তে শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ০৬:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৩১১ বার পড়া হয়েছে
ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্ব শিক্ষক’ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে র্যালির মধ্য দিয়ে শুরু হওয়া দিবসটির অংশ হিসেবে ছিলো শিক্ষকদের পা ধুয়ে দেওয়া, আলোচনা সভা, সেমিনার এবং শিক্ষকদের শ্রদ্ধা জানাতে তাদের উদ্দেশ্যে কবিতা পাঠ, বক্তব্য প্রদান এবং দলীয় সংগীতের মাধ্যমে শিক্ষকদের শ্রদ্ধা জানানো৷
দিবসটি উপলক্ষে বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান শিক্ষক রফিকুল আমীন কাজল’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মহসিন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ’র চেয়ারম্যান আ্যডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকা হাসিনা আক্তার, সাবেক সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা৷
এর আগে অনুষ্ঠানের আলোচনাসভা ও সেমিনার পর্বের শুরুতে শিক্ষকদের পা ধুয়ে দেন শিক্ষার্থীরা এবং পরে শিক্ষক দিবসের কবিতা আবৃত্তি ও বক্তব্য প্রদান এবং দলীয় সংগীতের মাধ্যমে শিক্ষকদের শ্রদ্ধা জানানো হয়৷