বালিথুবায় ভোট বর্জনের আহবানে খান সোহেলের নেতৃত্বে লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ৩১৭ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবার দেইচর গ্রামে লিফলেট বিতরণ করেছে ছাত্রদলসহ অন্যান্যরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সোহেলের নেতৃত্বে বিভিন্ন নেতাকর্মীরা দেইচর এলাকার মুন্সিবাড়ি, কেরানিবাড়ি, হাজী বাড়ি, খান বাড়ি সহ আরো বিভিন্ন বাড়িতে, রাস্তার পাশের দোকানে বিভিন্ন যানবাহনের ডাইভার ও যাত্রী সহ পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিজি, কৃষক দলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিজি, যুবদলের নেতা সোহাগ হোসেন, ছাত্রদলের নেতা ইয়ামিন, সাব্বির হোসেন, জুয়েল খান, কাউসার, শামীম, কাইয়ুম, মিরাজ, সিয়াম সহ আরো অনেকে।