সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ সরকারি কলেজে ফল ও ঔষধি গাছ রোপণ করলো ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
৫ জুন ২০২৫ থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ ভবিষ্যতের আহ্বানে এ কর্মসূচি পালন করে কলেজ ছাত্রদল।
কলেজ ছাত্রদল নেতা জুম্মন পাঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ও পরিচালনায় বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেন, “প্রতিবছর নিয়মিতভাবে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর মতো কার্যক্রম অব্যাহত থাকবে।” এ কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়েছে বলে জানানো হয়।
