ফরিদগঞ্জ-রুপসা-খাজুরিয়া সড়কে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৮:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৪ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ থেকে রুপসা ও খাজুরিয়াগামী সিএনজি ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া নির্ধারনের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে স্মারক লিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জের শিক্ষার্থীরা।
রবিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ – রুপসা- খাজুরিয়া সড়কে যাতায়াত করা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দেয়ার বিষয়ে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে এই স্মারক লিপি প্রদান করেন ফরিদগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রদানকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল ন্যায্য ভাড়া নির্ধারনের জন্য তিনি চেষ্টা করবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য চাঁদপুর থেকে ফরিদগঞ্জ ১৭ কিলোমিটারের বেশি দূরত্বের রাস্তায় সিএনজিতে ভাড়া নেওয়া হয় জনপ্রতি ৫০ টাকা তার বিপরীতে ফরিদগঞ্জ থেকে রূপসা বাজারের সাড়ে ৪ কিলোমিটার রাস্তায় যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে জন প্রতি ৩০ টাকা এবং ফরিদগঞ্জ থেকে খাজুরিয়া বাজারে সাড়ে ৬ কিলোমিটার সড়কে জন প্রতি ভাড়া আদায় করা হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকা। বিগত দিনে ফরিদগঞ্জ-রূপসা সড়কের বেহাল দশার কারণে বিকল্প রাস্তায় চার থেকে পাঁচ কিলোমিটার ঘুরে রুপসা যাওয়ার কারণে ভাড়া ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা আদায় করা শুরু হয়। এরপর সড়কটি পূরোদমে সংস্কার করা হলেও পূর্বের অতিরিক্ত ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করছে সিএনজি চালকরা। যা এই সড়কে নিয়মিত যাতায়াত করা সাধারণ যাত্রীদের কাছে ভোগান্তিতে পরিণত হয়েছে।
ওই সড়কে যাতায়াত করা চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর মহিলা কলেজ ও পুরান বাজার ডিগ্রি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা জানায়, আমরা বাসে চাঁদপুর যেতে ২০-২৫ টাকা আর সিএনজিতে ৫০ টাকা ভাড়া দিয়ে ১৭ কিলোমিটারের বেশি পৌঁছে যাতায়াত করি। আর এখানে ফরিদগঞ্জ থেকে রুপসা যেতেই আমাদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ৩০ টাকা করে। দুপুরের পর অনুষ্ঠিত পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষ করে ফরিদগঞ্জের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হলেই ফরিদগঞ্জ থেকে রূপসা যেতে আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয় ৪০ টাকা করে। আমরা কলেজে নিয়মিত যাতায়াত করা শিক্ষার্থীরা অতিরিক্ত ভাড়ার বোঝা নিয়েই পড়াশোনা করতে হচ্ছে। এমন ভোগান্তি থেকে আমরা উত্তরন চাই।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন, আজাদ হোসাইন, রাকিব হাসান, সাইদ ইয়াফি, মোঃ ফয়সাল, ফাহিম হোসেন, মোঃ আজমির সহ অন্যান্যরা।