ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে এইচ.এস.সিতে জিপিএ ৫ এর সংখ্যা ৩৮ ।। পাশের হার ৯৬.২৭
- আপডেট সময় : ০৬:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ৪৬৪ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে এইচ.এস.সিতে জিপিএ ৫ এর সংখ্যা ৩৮ ।। পাশের হার ৯৬.২৭
শামীম হাসান : ফরিদগঞ্জ উপজেলার অন্যতম মহা-বিদ্যাপিট ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে ২০২২ সালের এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ (A+) পেয়েছে ৩৮জন। কলেজটিতে এবছর পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৯৬.২৭ শতাংশ। তিন বিভাগ মিলিয়ে এ গ্রেডের (A) সংখ্যা ১৮১জন এবং এ মাইনাস (A-) ৪০ জন।
এ বছর কলেজেটি থেকে মানবিক বিভাগের ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭৮ জন, বিজ্ঞান বিভাগের ৮০ জনের মধ্যে ৭৯ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগের ১০৪ জন শিক্ষার্থীর মধ্যে ১০১ জন শিক্ষার্থী কৃতকার্য হন। সর্বমোট ২৫৯ জন শিক্ষার্থী সফলতার সাথে উর্ক্তীন্ন হন।
ফলাফল প্রকাশের পর ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথের কাছে এবছর তার কলেজের ফলাফলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
আমাদের কলেজটি সরকারিকরন করা হলেও সে তুলনায় জনবল সংকট রয়েছে। আমাদের কলেজটিতে ফলাফল বিভেচনায় উত্তোরত্তোর সাফল্য অর্জনে চেষ্টা করে যাচ্চি। ভালো ফলাফলের ধারাবাহিকতা যেন ধরে রাখা যায় তার জন্য আমরা সবসনয় আপ্রান চেষ্টা করেছি এবং প্রতিমহুর্তে তা করে যাচ্চি। সরকারি কলেজ কলেজ মানে শিক্ষা কার্যক্রম গুরুহীন ভাবে চালনো, সেটি না করে প্রতি বছর পরীক্ষার ফলাফলে আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সফলতার ধারপ্রান্তে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাব। আমাদের শিক্ষার্থীরা যেন দেশে বিদেশে সুনাম অর্জন করতে পারে।
এ দিকে এবছর ফরিদগঞ্জ উপজেলার কলেজ গুলোর ফলাফল বিভেচনায় ৯৬.৫২ শতাংশ, মাদ্রাসা পর্যায়ে ৯৭.২৩ শতাংশ এবং কারিগরি পর্যায়ে ৯৫.১৮ শতাংশ শিক্ষার্থী উর্ক্তীন হয় ।