ফরিদগঞ্জ প্রেসক্লাব’র অভিষেক উত্তর সম্মাননা ও মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৪৪০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ প্রেসক্লাব’র অভিষেক উত্তর সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও দানবীর সিআইপি মো: জালাল আহম্মদ।
ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো: মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো :আলী আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো: লোকমান হোসেন তালুকদার, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এম, কে মানিক পাঠান, সাবেক সাধারন সম্পাদক আব্দুস সোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, কাতার প্রবাসী আ’লীগ নেতা রাসেল খান টিটু।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগ নেতা আব্দুল গাফ্ফার সজিব, রুবেল মিজি সহ ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।