ফরিদগঞ্জ এ আর হাই স্কুলের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৫:০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল এবং সহকারি শিক্ষিকা সুলতানা রাজিয়ার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্বেও রফিকুল আমিন কাজল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাজিয়া সুলতানা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকার পদ বহন করেন। যা তাদের পেশাধারীত্ত্বের সাথে সাংঘর্ষিক। দলদাস এই দুই শিক্ষক ও তাদের সহযোগীরা মিলে প্রতিষ্ঠানকে একদিকে যেমন আওয়ামীলীগের অঘোষিত ইউনিটে পরিনত করেছে, অন্যদিকে এটিকে লুটপাট ও দুর্নীতির আখড়ার পরিণত করেছেন।
জুলাই আন্দোলনে অংশ না নিতে শিক্ষার্থীদের প্রতি চাপ প্রয়োগের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।আমাদের এই প্রাণের বিদ্যাপীঠকে দুর্নীতি, লুটপাট, দলবাজিসহ সামগ্রীক বৈষম্যমুক্ত করতে ছাত্র সমাজ অগ্রনী ভুমিকা পালন করবে। সে ভূমিকা বাস্তবায়নে প্রথম ধাপ হিসেবে এই দুই শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
অবস্থা কর্মসূচিতে সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাওন পাঠান, আশিক মাহমুদ, কামরুল ইসলাম, জুম্মন পাঠান প্রমুখ।