ফরিদগঞ্জে হনুফা খাতুনের মৃত্যুতে শোকের মাতম, দাফন সম্পন্ন

- আপডেট সময় : ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে মহীয়সী নারী খ্যাত হনুফা বেগম (৭৫) আর বেঁচে নেই। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের চৌধুরী বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি ওই বাড়ির মৃত এলাহী বকসেরর স্ত্রী। ৩ কন্যা ও ৬ পুত্র সন্তানের জননী হনুফা খাতুন ছিলেন অত্যন্ত পরহেজগার-পর্দানশীল, মানবদরদী ও দানশীল। পূর্ব বড়ালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বড় মেয়ে হনুফা খাতুন বারপাইকা গ্রামে গৃহবধু হয়ে যাওয়ার পর থেকেই ওই গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। নিজের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি স্থানীয়দেরও মাঝেও শিক্ষা বিস্তারের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। তার উদ্যোগে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান রেনেসাঁ মডেল একাডেমি ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠান সেবা ফার্মেসী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও হনুফা খাতুন সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পূর্বে নারীদের মাঝে ইসামিক জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিজ বাড়িতে তালিমে জলসা করতেন। ফলে এই মহীয়সী নারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ৫ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
হনুফা খাতুনের মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ রাজনীতি, সাংস্কৃতি, সেচ্ছাসেবী,পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক জানানোর পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে মরহুমার ছেলে ফরিদগঞ্জের স্বনামধন্য দলিল লেখক জসিম উদ্দিন, রেনেসাঁ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও স্বনামধন্য চিকিৎসক ইমাম হোসেন সৌরভ, কাতার প্রবাসী আব্দুল হান্নান, রাজীনীবিদ ও স্বনামধ্য ব্যবসায়ী মো. কামাল হোসেনসহ পরিবারের সবাই তাদের মায়ের জানাজায় উপস্থিতিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়ার অনুরোধ জানিয়েছেন।