ফরিদগঞ্জে ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠন’র ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
- আপডেট সময় : ০৪:০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৩৫৭ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠন’র ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
খাদিজা তাসনীম : ফরিদগঞ্জ উপজেলা ১৪ নং ইউনিয়নে প্রতিষ্ঠিত ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠন’র ফ্রি মেডিকেল ক্যাম্প এর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
১৫ অক্টোবর (সকালে) কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি দেওয়ান মোঃ রিয়াদ হোসেনের পরিচলনায় প্রাথমিক চক্ষু রোগ বিশেষজ্ঞ মোঃ আনসার আলীর চিকিৎসায় বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা, উপযুক্ত স্বাস্থ্য পরামর্শ,চোখ উঠা, চোখ দিয়ে পানি পড়া,নেত্রনালী পরিক্ষা ও ছানি বাছাই করণ সহ বিভিন্ন সমস্যার প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রাথমিক চক্ষু রোগ বিশেষজ্ঞ মোঃ আনসার আলী চক্ষু চিকিৎসার পাশাপাশি রোগীরদের উদ্দেশ্যে বলেন, চোখ উঠা (Viral Conjunctivitis) একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। যা দ্রুত গতিতে একজনের চোখ থেকে আর একজনের চোখে ছড়িয়ে পড়ে।এই রোগের সঠিক চিকিৎসা না করানো হলে রোগী পরবর্তী সময়ে চোখে ঝাপসা দেখা, সব সময় চোখ খচখচ করা এমন কি রোগী অন্ধ পর্যন্ত হতে পারে। তাই দ্রুত একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তিনি আরো বলেন, চোখ উঠার লক্ষ্মণ সমূহ আপনি কি ভাবে বুঝবেন,যেমন ধরুন আপনার চোখ লাল হওয়া, চোখে ময়লা আসা,চোখ খচখচ করা বা চুলকানো,চোখের পাতা ফুলে যাওয়া,কনজাংটিভা (চোখের সাদা অংশ) ফুলে যাওয়া, চোখ ব্যাথা করা এমনকি কারো কারো ক্ষেত্রে জ্বর আসা। চোখ উঠলে আপনি কি ভাবে সতর্কতা অবলম্বন করবেন, আপনি কোনো ভাবেই চোখে পানি, পাতার রস, লবন পানি দেওয়া যাবে না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। আক্রন্ত ব্যাক্তির গামছা / টাওয়েল কাপড় অন্য কেউ ব্যবহার করবে না। আক্রান্ত ব্যাক্তির চোখ ভালো না হওয়া পর্যন্ত চোখে কালো চশমা পড়বে।
সংগঠনের সভাপতি দেওয়ান মোঃ রিয়াদ হোসেন বলেন,’স্বপ্নছায়া সামাজিক সংগঠন’ একটি অরাজনৈতিক এবং অলাভজনক সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান,যার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত পরিবার গুলোর মুখে একটুকরো হাঁসি ফোঁটানো, এবং সকলে মিলে একটি আদর্শ সমাজ গঠন করা। তিনি আরো বলেন, সংগঠনের পক্ষ থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর ব্যবস্থা করা হবে, ইনশাহ্আল্লাহ।
ফ্রি মেডিকেল ক্যাম্পিং-এ উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ রুহুল আমিন সেলিম, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম নিশু, মোঃ রাসেদ দেওয়ান, সাব্বির আহমেদ, মাহমুদ হাসান ও মোঃ রাসেল আহমেদসহ অন্যান্যরা।