ফরিদগঞ্জে সাবেক মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৮:৪১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৩৭৮ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামীগের আয়োজনে টানা দশম দিনের মতো বিএনপির ডাকা অবরোধ ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে৷
বুধবার (১৫ নভেম্বর) ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের নেতৃত্বে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শান্তি সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ এসময় মিছিলটি ফরিদগঞ্জ-রায়পুর মহাসড়ক ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মেয়র ও পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী আজ যখন পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেলের ন্যায় সারাদেশে হাজারো উন্নয়নের মাধ্যমে এদেশের মানুষের চলার প্রতিটি পথ সুগম করেছেন, ঠিক তখনি আওয়ামীগের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে এবং আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি-জামাত সারাদেশ ব্যাপি জনবিরোধী যে অবরোধ ও হরতাল দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলার চেষ্টা করছে, এসব অপচেষ্টাকে প্রতিহত করার জন্য আমরা ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজ পথে ছিলাম এবং আগামী দিনগুলোতেও থাকবো।
এসময় তিনি আরো বলেন, আজ আওয়ামীলীগের নেতৃত্বে বিশ্ব মানচিত্রে যখন বাংলাদেশ অনন্যভাবে এগিয়ে যাচ্ছে তখন পশ্চিমারাসহ এদেশের বিরুদ্ধে একদল ষড়যন্ত্রকারী চক্রান্ত করে যাচ্ছে, বাংলার মাটিতে এসব চক্রান্ত ও জনবিরোধী কোন কিছু করতে দেয়া হবে না। যেকোন সময় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সর্বাত্মক প্রস্তুত আছি।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাওলানা শহীদ উল্যা, পৌর আওয়ামীলীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন মোফা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন গাজি, পৌর আ’লীগের প্রচার সম্পাদক ও ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রহিম পাটোয়ারী,
পৌরসভার ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নান্নু গাজি, উপজেলা আওয়ামী’লীগ নেতা ও রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্মআহব্বায়ক মো: জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম আরিফ, পৌরসভার ৪নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, ৫নং ওয়ার্ড আ’লীগ নেতা শাহজাহান পাটওয়ারী, পৌর কৃষকলীগের সহ-সভাপতি রুহুল আমিন রাঁড়ি, সাধারণ সম্পাদক আবুল কাসেম পাটওয়ারী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওহাব তপদার, সাধারণ সম্পাদক এমরাম হোসেন মিজি, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা লিটন, পৌর যুবলীগ নেতা আল-আমিন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো: আশিক, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আ’লীগের কোষাদক্ষ মো: কামরুজ্জামান সহ পৌর আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।