ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে লায়ন ফখরুল আহমেদের মতবিনিময়
- আপডেট সময় : ০৬:৩৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
মকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা লায়ন ফখরুল আহমেদ ফয়সাল বলেছেন, সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই। আমার বাবার নামে প্রতিষ্ঠিত এই স্মৃতি সংসদটি একটি অরাজনৈতিক সংগঠন। আমি রাজনীতি করলেও এই সংগঠনকে কোনভাবেই রাজনীতির সাথে জড়াবো না। এতদিন নানা কারণে ধীরালয় সামাজিক কর্মকান্ড করলেও এখন বড় পরিসরে উপজেলাব্যাপী সামাজিক কর্মকাণ্ড করার ইচ্ছা রয়েছে।এক্ষেত্রে আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আশা করছি আপনারা আপনাদের লিখনীর মাধ্যমে আমাদের সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
ফরিদগঞ্জে অনেক ব্যক্তি সামাজিক কর্মকাণ্ড করে চলছেন এবং অবশ্যই তারা নিজের উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। আশা করি আপনারা সকল কর্মকাণ্ডগুলোই সঠিকভাবে উপস্থাপনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিবেন।
কারণ একজন গণমাধ্যম কর্মীর লিখনীর মাধ্যমেই দেশ ও জনগণকে এগিয়ে নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে চাই আপনারা সঠিক উপস্থাপনের মাধ্যমে সমাজের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমাজবিরোধী কর্মকাণ্ড, অনিয়মের কথা তুলে ধরবেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময সভায় তিনি এসব কথা বলেন। তিনি লিখিত আকারে মকবুল স্মৃতি সংসদের উদ্দেশ্য আদর্শ এবং সামাজিক কর্মকাণ্ডের বর্তমান অতীত এবং ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় মতবিনিময় কালে স্মৃতি সংসদের সদস্যবৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।