ফরিদগঞ্জ ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাথে মাকছুদুর রহমান পাটওয়ারীর মতবিনিময় ফরিদগঞ্জে সড়কের উপরে হেলে পড়া গাছে যান চলাচলে বিঘ্ন ফরিদগঞ্জ পৌর সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌর মেয়র ফরিদগঞ্জে পাইকপাড়া ইউ.জি উবি’য়ে প্রধান শিক্ষকের কক্ষে চুরি ফরিদগঞ্জে ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠনে’র শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ ফরিদগঞ্জে বিএনপি নেতাদের নিঃশর্তে মুক্তির দাবী ও অবরোধ সমর্থনে অবস্থান কর্মসূচি ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উবি’র ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির লটারি সম্পন্ন পুলিশ কর্মকর্তার হেয়ালিপনায় নির্দোষ আরিফ হলেন ওয়ারেন্টভুক্ত আসামী টনিক মিশ্রিত ড্রাগন ফলে সয়লাভ ফরিদগঞ্জ বাজার সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ব্রাক কর্মকর্তার জন্মদিন পালন

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধে হামলা।। থানায় অভিযোগ

শামীম হাসান
  • আপডেট সময় : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধে হামলা নারী নির্যাতন, হত্যা চেষ্টা এবং গরু ও ছাগলের ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের রগুনাথপুর গ্রামের স্থানীয়দের কাছে রবনের বাড়ি নামে পরিচিত তপাদার বাড়িতে গঠনাটি ঘটে৷ হামলার পরবর্তীতে ভুক্তভোগী মোঃ শরিফ হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

হামলার শিকার ভুক্তভোগী রুবি আক্তার (২৫) জানান, গতকাল রাতে আমার চাচতো দেবর মানিক সহ কয়েকজন আমাদের গরুর ঘর ছাগলের ঘর ভাংচুর করে এবং গাছ তুলে ফেলে। ভাংচুরের বিষয়টির টের পেয়ে আমি আমার শাশুড়ী ও আমার বড় জা সুমি বেগম সহ ঘর থেকে বের হলে আমার উপর বেদম ভাবে হামলা করে আমার গায়ে থাকা জামা ছিড়ে ফেলে এবং আমার হাতে কামড় বসিয়ে দেওয়া সহ আমার মাথা ও আমার দেহের বিভিন্ন অংশে গুরুতর ভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আমি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেই।

হামলার শিকার অপরজন সুমি বেগম (২৮) এই প্রতিবেদকেকে জানান, মানিক- সোহাগ গং-রা গতকাল আমার শশুরের গরুর ছাগলের ঘর ভাংচুর করতে দেখে আমি আমার শাশুড়ি ও আমার ছোট জা সহ ঘর থেকে বের হয়ে তাদের ভাংচুর ভিডিও করছিলাম এমন সময় আমার হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে কয়েকজন মহিলা এসে আমাকে এলোপাতাড়ি আঘাত করে এবং আমার ছোট জা রুবি আক্তারের চুল ধরে মাটিতে ফেলে নির্মম ভাবে নির্যাতন চালায়।

এবিষয়ে হামলার শিকার হওয়া সুমি বেগম ও রুবী আক্তারের শশুর আব্দুল কুদ্দুস জানান, জোর পূর্বক ভাবে সম্পত্তি দখলের জন্য মানিক সহ তার পরিবারের সদস্যরা আমার পরিবারের উপর হামলা চালায় এবং আমার পনেরো থেকে বিশ হাজার টাকা ফল গাছ তুলে ফেলে৷ দখলকৃত সম্পত্তি তিনি কেন দখল করে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানিক তাদের বিল্ডিং করার সময় আমাদের সম্পত্তির উপর সীমানা দিয়ে ঘর করে। পরে ঘরোয়া ভাবে মুরব্বিরা সম্পত্তি এজবদলের সিদ্ধান্তে মানিকরা আমাদের সম্পত্তির উপর ঘর তোলে এবং আমরা অপর দিক দিয়ে তাদের পূর্বমালিকানা সম্পত্তি ভোগ করে আসছিলাম।

অভিযুক্ত মানিক হোসেন (৩৮) হামলার কথা স্বীকার করে বলেন, আমার বাবার সম্পত্তি দীর্ঘদিন তারা দখল করে ভোগ করে আসছিলো, পূর্বে এবিষয়ে কথা-কাটাকাটি হলে বিষয়টির সমাধানের জন্য স্থানীয় সাল্লিসি বৈঠক বসেন এবং সাল্লিসি বৈঠকের এক মাসের মধ্যে জায়গা খালি করে দেয়ার নির্দেশ দিলেও আজ একবছর বেশি সময় পার হলেও তারা সম্পত্তি দখল করে আছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই একরাম এই প্রতিবেদককে জানান, অভিযোগের আলোকে আমি তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়ে হামলার সত্যতা পেয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধে হামলা।। থানায় অভিযোগ

আপডেট সময় : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধে হামলা নারী নির্যাতন, হত্যা চেষ্টা এবং গরু ও ছাগলের ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের রগুনাথপুর গ্রামের স্থানীয়দের কাছে রবনের বাড়ি নামে পরিচিত তপাদার বাড়িতে গঠনাটি ঘটে৷ হামলার পরবর্তীতে ভুক্তভোগী মোঃ শরিফ হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

হামলার শিকার ভুক্তভোগী রুবি আক্তার (২৫) জানান, গতকাল রাতে আমার চাচতো দেবর মানিক সহ কয়েকজন আমাদের গরুর ঘর ছাগলের ঘর ভাংচুর করে এবং গাছ তুলে ফেলে। ভাংচুরের বিষয়টির টের পেয়ে আমি আমার শাশুড়ী ও আমার বড় জা সুমি বেগম সহ ঘর থেকে বের হলে আমার উপর বেদম ভাবে হামলা করে আমার গায়ে থাকা জামা ছিড়ে ফেলে এবং আমার হাতে কামড় বসিয়ে দেওয়া সহ আমার মাথা ও আমার দেহের বিভিন্ন অংশে গুরুতর ভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আমি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেই।

হামলার শিকার অপরজন সুমি বেগম (২৮) এই প্রতিবেদকেকে জানান, মানিক- সোহাগ গং-রা গতকাল আমার শশুরের গরুর ছাগলের ঘর ভাংচুর করতে দেখে আমি আমার শাশুড়ি ও আমার ছোট জা সহ ঘর থেকে বের হয়ে তাদের ভাংচুর ভিডিও করছিলাম এমন সময় আমার হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে কয়েকজন মহিলা এসে আমাকে এলোপাতাড়ি আঘাত করে এবং আমার ছোট জা রুবি আক্তারের চুল ধরে মাটিতে ফেলে নির্মম ভাবে নির্যাতন চালায়।

এবিষয়ে হামলার শিকার হওয়া সুমি বেগম ও রুবী আক্তারের শশুর আব্দুল কুদ্দুস জানান, জোর পূর্বক ভাবে সম্পত্তি দখলের জন্য মানিক সহ তার পরিবারের সদস্যরা আমার পরিবারের উপর হামলা চালায় এবং আমার পনেরো থেকে বিশ হাজার টাকা ফল গাছ তুলে ফেলে৷ দখলকৃত সম্পত্তি তিনি কেন দখল করে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানিক তাদের বিল্ডিং করার সময় আমাদের সম্পত্তির উপর সীমানা দিয়ে ঘর করে। পরে ঘরোয়া ভাবে মুরব্বিরা সম্পত্তি এজবদলের সিদ্ধান্তে মানিকরা আমাদের সম্পত্তির উপর ঘর তোলে এবং আমরা অপর দিক দিয়ে তাদের পূর্বমালিকানা সম্পত্তি ভোগ করে আসছিলাম।

অভিযুক্ত মানিক হোসেন (৩৮) হামলার কথা স্বীকার করে বলেন, আমার বাবার সম্পত্তি দীর্ঘদিন তারা দখল করে ভোগ করে আসছিলো, পূর্বে এবিষয়ে কথা-কাটাকাটি হলে বিষয়টির সমাধানের জন্য স্থানীয় সাল্লিসি বৈঠক বসেন এবং সাল্লিসি বৈঠকের এক মাসের মধ্যে জায়গা খালি করে দেয়ার নির্দেশ দিলেও আজ একবছর বেশি সময় পার হলেও তারা সম্পত্তি দখল করে আছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই একরাম এই প্রতিবেদককে জানান, অভিযোগের আলোকে আমি তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়ে হামলার সত্যতা পেয়েছি।