ফরিদগঞ্জে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০৭:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
প্রথমে কোটা আন্দোলন এরপর স্বৈরাচারী সরকার পতন ঘটানোর পর সারা দেশের শিক্ষার্থীদের ন্যায় এবার ফরিদগঞ্জেও নিজ শহর পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা চত্বর থেকে শিক্ষার্থীরা শুরু করে তাদের এই পরিচ্ছন্নতা অভিযানটি। পরে উপজেলা চত্বরে পরিচ্ছন্নতার কাজ শেষে সকল শিক্ষার্থীরা দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল ফরিদগঞ্জ বাজার থেকে থানা সমুখে এবং অপর দলটি পরিচ্ছন্নতার কাজ করতে করতে ফরিদগঞ্জ পৌরসভার দিকে এগিয়ে যায়।
পরিচ্ছন্নতা অভিযানে চাঁদপুর সরকারি কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ড্যাফডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি ফরিদগঞ্জের সামাজিক সংগঠন অনির্বাণ’র স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।
পরিচ্ছন্নতা অভিযানকালে শিক্ষার্থীরা জানায়, সারাদেশের শিক্ষার্থীরা মিলে আমরা যেমন আমাদের আন্দোলনকে সফল করতে পেরেছি। একইভাবে এখন আমরা আমাদের শহর পরিচ্ছন্নতার কাজে মাঠে নেমে পড়েছি৷ শহরের ময়লা পরিষ্কার একটি প্রতীকি উদ্যোগ মাত্র, এই ময়লা পরিষ্কারের ন্যায় এদেশের প্রতিটি সেক্টরের সকল প্রকার অন্যায়, দুর্নীতি ও নিপীড়ন সবকিছু আমরা পরিষ্কার করে দিতে সবসময় সচেষ্টা থাকবো। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, স্বৈরাচারী শাসককে নামাতে আমাদের যেমনি ১৫ দিন সময় লাগেনি ঠিক একইভাবে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি দেশে অরাজকতা, নৈরাজ্য, লুটতরাজ করার চেষ্টা করে আমরা সারাদেশের শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করতে ১৫ ঘন্টাও সময় লাগবে না। আমরা সকল অপকর্ম মুক্ত একটা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভুমিকা পালন করতে চাই।