ফরিদগঞ্জে যৌথ বাহিনীর সড়ক তল্লাশি অভিযান

- আপডেট সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চতুরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোট ৯৭টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রাফিক আইন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এই ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় অবৈধ যান চলাচল ও ট্রাফিক আইনের ব্যত্যয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে।