ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার নার্সারি থেকে গাঁজার গাছ উদ্ধার

- আপডেট সময় : ০১:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪৬৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পৌর যুবদল নেতার মালিকানাধীন নার্সারি থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেওয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশ যৌথভাবে কেরোয়া গ্রামের সাবেক কাউন্সিলর ও যুবদল ফরিদগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক আমিন মিজির ফার্মে অভিযান চালায়। ফার্মটির নার্সারি অংশে গাঁজার গাছ চাষের প্রমাণ মেলে। অভিযানের সময় আমিন মিজিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজার গাছ আলামত হিসেবে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
এদিকে অভিযানের তথ্য গণমাধ্যমে নিশ্চিত করতে ফরিদগঞ্জ সেনা ক্যাম্প থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাবে একটি লিখিত প্রেস রিলিজ পাঠানো হয়েছে।
ফার্মটি সম্পর্কে থানার উপ-পরিদর্শক আবু তাহের বলেন, “ফার্মটি আমিন মিজির মালিকানাধীন। অভিযান চালিয়ে সেখানে গাঁজার গাছ পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, রাতে সেনা ও পুলিশ সদস্যদের উপস্থিতি এবং গাঁজার গাছ উদ্ধার সম্পর্কে তারা অবগত হয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এবং পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারি এক যৌথ বিবৃতিতে জানান, “আমরা ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জেনেছি। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অপরাধের বিরুদ্ধে যে পদক্ষেপ নেয়, তার প্রতি আমাদের শ্রদ্ধা ও সমর্থন রয়েছে।” অভিযুক্ত আমিন মিজির মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।