ফরিদগঞ্জে যুবদলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন

- আপডেট সময় : ০২:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন। তিনি তার বক্তব্যে বলেন, “যুবদলের কমিটি গঠনে স্বজনপ্রীতি প্রমাণিত হলে কমিটি বিলুপ্ত করা হবে। ৫ আগস্টের পরে যারা রাজপথে সক্রিয় হয়েছেন, তাদেরকে স্বাগত জানাই। আপনারা আমাদের সাথে থাকবেন। কিন্তু প্রথম সারিতে আপনাদের সুযোগ দেওয়া হবে না। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তারাই নেতৃত্বে আসবেন। সংগঠনকে শক্তিশালী করতে যোগ্যরাই নেতৃত্ব পাবেন”
ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ্ আলম হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা স্মৃতি। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাছান বেপারীর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান বাবুল পাটওয়ারী, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ শামীম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সহপতি ফারুক খান, সহ-সভাপতি তোহা মিলন, ফয়সাল পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন খাঁন, ইমরান মিজি, মামুন পাটওয়ারী, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ নিরব, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম রুবেল পাঠান, সহ অর্থ বিষয়ক সম্পাদক রাশেদ বাবু, যোগাযোগ বিষয়ক সম্পাদক আল আমিন খাঁন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুর রহমান বাবু প্রমুখ।